![]() |
শোয়েব অস্ট্রেলিয়া যাচ্ছেন বিশ্বকাপ খেলা দেখতে |
আমিন জাহানঃ যারা বাংলাদেশের খেলা টেলিভিশনে বা মাঠে গিয়ে সরাসরি দেখেন, তারা জানেন মাঠে খেলোয়াড়ের বদল হতে পারে; দর্শক সারিতে একজনের কোনো পরিবর্তন নেই। তাকে ছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ এখন কল্পনাই করা যায় না। পাকিস্তান বা ভারতের যেমন ‘আইকন’ সমর্থক আছেন জলিল চাচা বা সুধীর; বাংলাদেশের আইকন সমর্থক এখন শোয়েব আলী।
হ্যাঁ, আমাদের ‘টাইগার’ শোয়েব আলী। বাংলাদেশের প্রতিটা খেলার সময়, অনুশীলনের সময় বাঘের মতো সারা শরীর অলঙ্কৃত করে অবিরাম চিত্কার করে চলা শোয়েব আলী বুখারী। বাংলাদেশের ম্যাচ মানেই তার উপস্থিতি অনিবার্য। তবে, সব সময়কার ঘটনারই ব্যাতিক্রম হতে চলেছিল এবারের বিশ্বকাপে। তবে, একটু দেরীতে হলেও বিশ্বকাপে যাচ্ছেন ক্রিকেট অন্তপ্রান এই সমর্থক।
গতকাল এক সংবাদ সম্মেলনে তার অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে চুড়ান্ত ঘোষণা আসে। বিশ্বকাপে বাংলাদেশের প্রতিটি ম্যাচের টিকিট দিয়েছে রেডিও ভূমি।
ট্যাগ »
খেলা