প্রায় ১২ হাজার হীরের টুকরো দিয়ে তৈরী হীরের জুতো !

হীরের তৈরি জুতো !
হীরের তৈরি জুতো !
নিউজ ডেস্কঃ ভারতের গুজরাট প্রদেশের সুরাটে প্রায় ১২ হাজার হীরের টুকরো দিয়ে একজোড়া জুতো তৈরি করা হচ্ছে। দুবাইয়ে বসবাসরত এক মক্কেলের চাহিদামাফিক সুরাটের আথওয়ালাইনসে একটি স্বনামধন্য গয়নার দোকানে এ জুতোজোড়া তৈরি হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়া। হীরে বসানো জুতো প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক দিলীপ শাহ্ জানান, প্রতিটি জুতোয় প্রায় ৬ হাজার টুকরো হীরে ব্যবহার করা হয়েছে। ‘আমরা সবচেয়ে ব্যয়বহুল একজোড়া জুতো তৈরি করছি। আমাদের তৈরি প্রথম হীরে বসানো জুতো হবে এটি’, বলেছেন দিলীপ। বর্তমানে ভারতে হীরের তৈরি গয়না বেশ জনপ্রিয়তা লাভ করেছে। গয়না বাদে নিত্যব্যবহার্য নানা সামগ্রীতেও এখন ভারতীয়রা হীরের ছোঁয়া দেখতে চাইছেন। এজন্য কোমরের বেল্ট থেকে শুরু করে পেনড্রাইভেও হীরে বসাচ্ছেন তারা! আর এক্ষেত্রে তাদের পছন্দের শীর্ষে রয়েছে সুরাটের বিভিন্ন  গয়নার দোকান। গয়নার নকশাকার বিকাশ জুনেলা সম্প্রতি এমনই একটি ক্লিপ তৈরি করেছেন, যাতে আছে মোট ৩০০টি হীরের টুকরা। দিল্লীর এক মক্কেলের ফরমায়েশে তৈরি এ ক্লিপের দাম প্রায় ২ লাখ রুপি। এ ব্যাপারে মহিধরপুরের একটি গয়নার দোকানের মালিক প্রবীন নানাবতীর মন্তব্য, ‘হীরের প্রতি মানুষের আগ্রহ আগের চেয়ে অনেক বেড়েছে। আমিই তো কিছুদিন আগে একটি ১৫০ রুপির কফি মগে হীরে বসালাম। এখন সেই সাধারণ মগটির দাম দাঁড়িয়েছে ১৫ হাজার রুপি। প্রতিষ্ঠিত ব্যবসায়ী জয়েশ সুতারিয়া ব্যবহার করছেন হীরেখচিত এমনই একটি সেলফোন। তিনি বললেন, ‘আমার ফোনে প্রায় ৭০০টি হীরে লাগানো আছে। এর দাম এখন ৪ লাখ রুপিতে ঠেকেছে।’ এ প্রসঙ্গে জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান চন্দ্রকান্ত সাংঘাভি বললেন, ‘পশ্চিমা দেশের মানুষদের মধ্যে এ ব্যাপারে আগ্রহ বেশি দেখা যাচ্ছে। ভারতে এ কাজটি করাতে খরচ কম হয়। ফলে আমরা এখন প্রচুর অর্ডার পাচ্ছি। এছাড়া দেশীয় চাহিদাও এখন বেড়েছে। সুতরাং এটি এখন বেশ লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে।

Post a Comment

Previous Post Next Post