![]() |
নাশকত প্রস্তুতি কালে মোটর সাইকেলে অগ্নি সংযোগ |
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় নাশকতায় প্রস্তুতির সময় জামায়াত শিবিরের এক মোটর সাইকেলে স্থানীয় জনতা অগ্নি সংযোগ করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার ১টার দিকে কুলাউড়া-জুড়ি সড়কের মোস্তফা কমিউনিটি সেন্টারের পাশের গলিতে। এ সময় জনতার সহযোগীতায় শিবির নেতা সাইদুল খান টিপু (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ১১ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১টায় ৩টি মোটর সাইকেল যোগে ৫ জন জামায়াত-শিবিরকর্মীরা উত্তর কুলাউড়া এলাকার মোস্তফা কমিউনিটি সেন্টারের পাশ্বের গলি হতে কুলাউড়া-জুড়ী সড়কে গাড়ী ভাংচুর ও নাশকতা অপচেষ্টা চালানোর সময় স্থানীয় জনতা তাদেরকে ধাওয়া করে তাদের হিরো হোন্ডা ১টিতে অগ্নি সংযোগ করে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের ধাওয়া খেয়ে অন্যান্যরা পালিয়ে গেলে ১ জনকে আটক করা হয়। আটক সাইদুল খান টিপু জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মোঃ ওলিউর রহমানের ছেলে। সে জায়ফর নগর ইউনিয়ন শিবিরের সভাপতি। এ ব্যাপারে কুলাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান কুলাউড়া উপজেলায় নাশকতার অপচেষ্টাকালে জায়ফর নগর ইউনিয়ন শিবিরের সভাপতিকে ১ টি মোটর সাইকেলসহ আটক করা হয়েছে । এ সময় স্থানীয় জনতা নাশকতা কারীর ১ টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করেছে।
ট্যাগ »
জাতীয়/সমগ্র বাংলা