নাশকতার প্রস্তুতি কালে মোটর সাইকেলে অগ্নি সংযোগ; শিবির নেতা গ্রেফতার

নাশকতা প্রস্তুতি কালে মোটর সাইকেলে অগ্নি সংযোগ
নাশকত প্রস্তুতি কালে মোটর সাইকেলে অগ্নি সংযোগ
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় নাশকতায় প্রস্তুতির সময় জামায়াত শিবিরের এক মোটর সাইকেলে স্থানীয় জনতা অগ্নি সংযোগ করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার ১টার দিকে কুলাউড়া-জুড়ি সড়কের মোস্তফা কমিউনিটি সেন্টারের পাশের গলিতে। এ সময় জনতার সহযোগীতায় শিবির নেতা সাইদুল খান টিপু (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ১১ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১টায় ৩টি মোটর সাইকেল যোগে ৫ জন জামায়াত-শিবিরকর্মীরা উত্তর কুলাউড়া এলাকার মোস্তফা কমিউনিটি সেন্টারের পাশ্বের গলি হতে কুলাউড়া-জুড়ী সড়কে গাড়ী ভাংচুর ও নাশকতা অপচেষ্টা চালানোর সময় স্থানীয় জনতা তাদেরকে ধাওয়া করে তাদের হিরো হোন্ডা ১টিতে অগ্নি সংযোগ করে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের ধাওয়া খেয়ে অন্যান্যরা পালিয়ে গেলে ১ জনকে আটক করা হয়। আটক সাইদুল খান টিপু জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মোঃ ওলিউর রহমানের ছেলে। সে জায়ফর নগর ইউনিয়ন শিবিরের সভাপতি। এ ব্যাপারে কুলাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান কুলাউড়া উপজেলায় নাশকতার অপচেষ্টাকালে জায়ফর নগর ইউনিয়ন শিবিরের সভাপতিকে ১ টি মোটর সাইকেলসহ আটক করা হয়েছে । এ সময় স্থানীয় জনতা নাশকতা কারীর ১ টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করেছে।

Post a Comment

Previous Post Next Post