স্টার জালসা দেখতে না দেয়ায় আবারও স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টার জালসা দেখতে না দেয়ায় আবারও স্কুলছাত্রীর আত্মহত্যা
স্টার জালসা দেখতে না দেয়ায় আবারও স্কুলছাত্রীর আত্মহত্যা
চৌধুরী রুম্মানঃ ভারতীয় বাংলা টিভি চ্যানেল স্টার জলসা দেখতে না দেয়ায় আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। নিহত স্কুলছাত্রী স্বর্ণা খাতুনের (১৩) বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান গ্রামে। স্টার জালসার নিয়মিত ধারাবাহিক নাটক দেখতে না দেয়ায় রবিবার রাতে আত্মহত্যা করে স্বর্ণা। সে আগ্রান গ্রামের অহিদুল হকের মেয়ে এবং আগ্রান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর পরিবারের বরাত দিয়ে মাঝগাঁও ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা জানান, লেখাপড়া বাদ দিয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্বর্ণা খাতুন স্টার জালসার ধারাবাহিক নাটক দেখতো। এরমধ্যে রবিবার রাতে স্বর্ণার বাবা অহিদুল মেয়েকে টিভি দেখা বন্ধ করে পড়তে বসার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি টিভির রিমোর্ট নিয়ে নিজ হেফাজতে রেখে দেন। এ ঘটনায় অভিমান করে স্বর্ণা খাতুন নিজ ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। সোমবার সকালে তার সারা না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে গেলে তার লাশ ঝুলতে দেখা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় স্বর্ণার বাবা একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলেও জানান ওসি মনিরুল।

Post a Comment

Previous Post Next Post