লঞ্চডুবিতে উদ্ধার অভিযান সমাপ্ত; ৭০ লাশ উদ্ধার

লঞ্চডুবিতে উদ্ধার অভিযান সমাপ্ত; ৭০ লাশ উদ্ধার
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যাওয়া এমভি মোস্তফা উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার ভোরে ২৪ ও সকালে আরো ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এনিয়ে লঞ্চডুবির ঘটনায় মৃত সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০। এদের মধ্যে এক শিশুর মৃত্যু হয় ডুবে যাওয়া লঞ্চ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর। উদ্ধার অভিযান শেষ, লঞ্চডুবিতে মৃত বেড়ে ৭০ পাটুরিয়ায় লঞ্চডুবির পর উদ্ধার অভিযান সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস। তিনি জানান, লঞ্চের মধ্যে আর কোনো মরদেহ নেই। তাই উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জন। এদের মধ্যে ৬৯ জনের মরদেহ আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন নারীর মৃতদেহ সনাক্তের অপেক্ষায় রয়েছে। মৃত কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কুষ্টিয়া কুমারখালীর মদুসুদন সাহা ও মোহাম্মদ নাসির, রাজবাড়ীর নবীজান, জয়নাল শেখ, মেহেদী হাসান, ঢাকার নবাবগঞ্জের সুফিয়া ও শিশু ফারজানা সুমি, গোপালগঞ্জের শিশু জুনায়েদ শেখ। জেলা প্রশাসক জানান, নৌমন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের ১ লাখ ৫ হাজার ও জেলা প্রশাসনের তহবিল থেকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। তিনি জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাকবলিত এমভি মোস্তফা ঘটনাস্থল থেকে উদ্ধার করে ২ কিলোমিটার দূরে দড়িকান্দিতে আনা হয়। রোববার বেলা পৌনে ১২টার দিকে এমভি নার্গিস নামে একটি কার্গো লঞ্চের ধাক্কায় পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী যাত্রীবাহী লঞ্চ এমভি মোস্তফা ডুবে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া ঘাটের পোর্ট অফিসার এনামুল হক ভূঁইয়া বলেন, " রোববার সকাল সাড়ে ১১টায় অন্তত দেড়শ' যাত্রী নিয়ে 'এমভি মোস্তফা' পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। পরে বেলা পৌনে ১২টার দিকে পাটুরিয়া ঘাটের কাছাকাছি বাঘাবাড়ির দক্ষিণে 'এমভি নার্গিস' নামের একটি কার্গোর ধাক্কায় লঞ্চটি কাত হয়ে ডুবে যায়। এরপর সাঁতরে এবং স্থানীয় নৌকা ও ট্রলারের মাধ্যমে ৭০/৮০ জন যাত্রী তীরে উঠেন।' লঞ্চের যাত্রী ৬ মাসের এক শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে উথুলিয়া হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ লঞ্চডুবির ঘটনা শোনার পরপরই নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার তৎপরতা তদারকি করেন। লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি। অন্যদিকে, এ ঘটনার পর 'এমভি নার্গিস' কার্গোটির মাস্টার ইকবাল হোসেন ও সারেং শহিদুল ইসলামকে আটক করেছে পাটুরিয়া নৌ-ফাঁড়ির পুলিশ। এছাড়া ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে সমুদ্র পরিবহন অধিদফতর।

Post a Comment

Previous Post Next Post