 |
হযরত শাহজালাল (রঃ) এর স্মরনে বাৎসরিক ওরুস শুরু হচ্ছে আজ |
নিউজ ডেস্কঃ কুলাউড়ার উত্তর চাতলগাঁওয়ে হযরত শাহ জালাল (রঃ) এর
স্মরণে দুদিন ব্যাপী ৩০ তম বাৎসরিক ওরুস মাহফিল আজ ২৩ ফেব্রুয়ারী সোমবার
থেকে নূর জালাল পীর সাহেবের বাড়িতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান কর্মসূচীর মধ্যে রয়েছে
সোমবার সকাল ৬টা থেকে খতমে ক্বোরআন, বিকাল ৪টা থেকে ইসলামিক আলোচনা ও
মিলাদ মাহফিল, রাত ৯টা থেকে পরদিন ফজর পর্যন্ত ওরুস মোবারক। পরদিন মঙ্গলবার
বিকাল ৪টা থেকে ইসলামিক আলোচনা ও মিলাদ, রাত ৯টা থেকে বাদ ফজর পর্যন্ত ওরুস মোবারক, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ। উক্ত ওরুস মাহফিলে উপস্থিত
থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ওরুস পরিচালনা কমিটির পক্ষে সভাপতি মোঃ ইছহাক
আলী, সহ-সভাপতি শেখ মোঃ শহিদুল্লাহ ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মনি।