টপ অর্ডাদের ব্যর্থতায় ৯৩ রানে হারলো বাংলাদেশ

টপ অর্ডাদের ব্যর্থতায় ৯৩ রানে হারলো বাংলাদেশ
টপ অর্ডাদের ব্যর্থতায় ৯৩ রানে হারলো বাংলাদেশ
আমিন জাহানঃ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ৯৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ৩৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ২৪০ রানে গুটিয়ে যায় মাশরাফি বাহিনী। বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ওপেনার তামিম ইকবালের পর সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার, মুমিনুল হক, এনামুল হক ও মাহমুদুল্লাহ রিয়াদ। লঙ্কান বোলার লাসিথ মালিঙ্গার প্রথম ওভারের ২য় বলেই সরাসরি বোল্ড হন তামিম। ব্যক্তিগত শূন্য রানে ক্যাচ তোলেন এনামুল হক। তবে বাংলাদেশি ফিল্ডারদের সাথে তাল রেখে যেন ক্যাচটি ছেড়ে দেন দিলশান। ম্যাচের বিভিন্ন সময় ক্যাচ ছেড়েছেন আরও কয়েকটি। এরপর সৌম্য সরকারকে নিয়ে দলকে টেনে এগিয়ে নিচ্ছিলেন এনামুল। কিন্তু ১৫ বলে ব্যক্তিগত রান ২৫ করে ম্যাথুসের বলে সাঙ্গাকারাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান সৌম্য। আর এক রান করেই প্যাভিলনে ফিরেছেন মুমিনুল। এরপর ৪৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টা করেন এনামুল ও মাহমুদুল্লাহ। কিন্তু দলীয় ৮৪ রানে ব্যক্তিগত ২৯ রানে এনামুল রান আউট হলে আবারও ছন্দপতন টাইগারদের। এরপর দলীয় ১০০ রানে ব্যক্তিগত ২৮ রানে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখান থেকে বাংলাদেশের রান ২০০ পেরিয়েছে মূলত সাকিব, মুশফিক ও সাব্বির রহমানের ত্রিশোর্ধ্ব রানের কল্যাণে। ১০০ রান থেকে মুশফিককে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন সাকিব। কিন্তু দলীয় ১৬৮ রানে সাকিবের আউটের পরে সাজঘরে ফেরেন মুশফিকও। সাকিব করেন ৪৬ আর মুশফিক করেন ৩৬ রান। এরপর একপ্রান্ত আগলে রেখে চেষ্টা চালিয়ে যান সাব্বির। কিন্তু বাকিদের ব্যর্থতায় তা আর শেষ পর্যন্ত হয়ে উঠেনি। ব্যক্তিগত ৫৪ রান করে মালিঙ্গার বলে ৯ম ব্যাটসম্যান হিসেবে সাব্বির যখন আউট হন তখনও জয়ের জন্য বাকি ৯৩ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে তাসকিন আহমেদ আউট হন তখন দরকার সেই ৯৩ রান। এর আগে, টস হেরে যেন ক্যাচ মিসের মহাউৎসবে মেতে উঠে বাংলাদেশি ফিল্ডাররা। আর এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে দিলশান ও সাঙ্গাকারা সেঞ্চুরিতে ৩৩৩ রানের পাহাড়সম স্কোর টার্গেট দেয় লঙ্কানরা। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন একটি উইকেট লাভ করেন।

Post a Comment

Previous Post Next Post