কুলাউড়ায় ক্যাপ ফাউন্ডেশনের রিক্সা , সেলাই মেশিন ও স্যানেটারী সামগ্রী বিতরণ

কুলাউড়ায় ক্যাপ ফাউন্ডেশনের রিক্সা , সেলাই মেশিন ও স্যানেটারী সামগ্রী বিতরণ
কুলাউড়ায় ক্যাপ ফাউন্ডেশনের রিক্সা , সেলাই মেশিন ও স্যানেটারী সামগ্রী বিতরণ
মাহফুজ শাকিলঃ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে হবে-ক্যাপ ফাউন্ডেশনের প্রতিনিধিদল। ব্রিটেনে বসবাসরত সিলেট অঞ্চলের এক ঝাঁক তরুণদের সমন্বয়ে গড়ে উঠা যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৫ ফেব্রুয়ারী ২০১৪, কুলাউড়াস্থ হাসনপুর নবীপুরী বাড়ীর এ.এফ.এম.ফৌজি চৌধুরীর বাড়ীতে কুলাউড়া অঞ্চলের সুবিধাবঞ্চিত, অনগ্রসর, অবহেলিত ও অসহায় মানুষের মাঝে ৫টি রিক্সা, ১৪টি সেলাই মেশিন ও ৫ জনের বাড়ীতে ৫টি স্যানেটারী সামগ্রী (নির্মাণ কাজসহ) বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ক্যাপ ফাউন্ডেশনের ইংল্যান্ড প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ক্যাপ ফাউন্ডেশনের ফাউন্ডার আবদুর নুর, ট্রাস্টি ইউ.কে কো-অডিনেটর আবদুল মাজিদ, সিনিয়র ভলেন্টিয়ার মোঃ সালেহ আহমদ, জাহেদ মর্তুজা, জয়নুল আহমদ, আলম শেখ, আসাদুর রহমান গাজী, শরীফ আহমেদ, ক্যাপ ফাউন্ডেশন বাংলাদেশের অপারেটর আবদুস শহীদ মুহিত, সিনিয়র সদস্য রাসেল আহমদ, কবীর আহমদ ও রেজ্জাদ আহমদ উপস্থিত ছিলেন। ক্যাপ ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সদস্যরা তাঁদের বক্তব্যে বলেন- সিলেট অঞ্চলের পিছিয়ে পড়া কয়েকটি উপজেলায় ক্যাপ ফাউন্ডেশন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। পাশাপাশি ব্রিটেনে বেড়ে উঠা বাঙালী নতুন প্রজন্মের মধ্যে তাঁদের পূর্ব পুরুষের ভিটামাটির প্রতি অনুরাগ সৃষ্টি, তাঁদেরকে দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচিত করার লক্ষে কাজ করে যাচ্ছে। বর্তমান প্রজন্মের সঠিকভাবে বেড়ে উঠার উপরই নির্ভর করছে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। মানবতার সেবায় এগিয়ে আসা তাঁদের নৈতিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাস্থ্য, শিক্ষা, আত্মনির্ভরশীল ও জনসচেতনার মাধ্যমে একটি শক্তিশালী সুনাগরিক ও শ্রমজীবি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করাই ক্যাপ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। উক্ত অনুষ্ঠানে কুলাউড়ার সদস্য এ.এফ.এম.ফৌজি চৌধুরী বলেন-সমাজসেবার ক্ষেত্রে অন্যন্য অবদানের জন্য ক্যাপ ফাউন্ডেশন এখন একটি দৃষ্টান্ত। বিত্ত ও চিত্তের সমন্বয় ঘটিয়ে কুলাউড়াসহ বৃহত্তর সিলেটের অবহেলিত এলাকায় ক্যাপ ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সদস্যরা গরীব জনগোষ্ঠীকে সেবা দিয়ে যাচ্ছেন। 
কুলাউড়ায় ক্যাপ ফাউন্ডেশনের রিক্সা , সেলাই মেশিন ও স্যানেটারী সামগ্রী বিতরণ
উক্ত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভাষানী ফাউন্ডেশনের চেয়ারম্যান এ.রাজ্জাক চৌধুরী, বিএনপি নেতা আবদুল কাদির রুপাই, শেড অব নেচারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সুফিয়ান আহমদ, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি , দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি ও কুলাউড়া সাপ্তাহিক সংলাপের সিনিয়র স্টাফ রির্পোটার আবদুল কুদ্দুস, সৌদিআরব তায়েফস্থ কুলাউড়া সমিতির সভাপতি মোঃ জিল্লুর রহমান, আল ইসলাহ নেতা হাফিজ আজিজুর রহমান খান এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের প্রেসিডেন্ট এপেঃ শাহিন আহমদ, সাপ্তাহিক মানব ঠিকানার স্টাফ রির্পোটার ও ইউনাইটেড রয়েলস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ শাকিল, ও কুলাউড়া মুক্ত স্কাউট গ্রপের উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম। উপস্থিত অতিথিবৃন্দ সকলেই ক্যাপ ফাউন্ডেশনের সকল কার্যক্রমের প্রশংসা করে বলেন-ক্যাপ ফাউন্ডেশন আগামী দিনে কুলাউড়ায় দারিদ্রবিমোচন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নিরক্ষরতা দূরীকরণ ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে। অনুষ্ঠানে ক্যাপ ফাউন্ডেশনের কুলাউড়ার সদস্য মিশকাত আলী চৌধুরী কামরান ও তাসনিমুল হাসান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post