প্যারিসে ড্রোন ওড়ানোয় আল-জাজিরা’র ৩ সাংবাদিক গ্রেপ্তার

প্যারিসে ড্রোন ওড়ানোয় আল-জাজিরা’র ৩ সাংবাদিক গ্রেপ্তার
প্যারিসে ড্রোন ওড়ানোয় আল-জাজিরা’র ৩ সাংবাদিক গ্রেপ্তার
লুৎফুর রহমান বাবু, ফ্রান্স থেকেঃ ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা’র ৩ সাংবাদিককে ড্রোন ওড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগে বলা হচ্ছে, প্যারিসের একটি পার্কে প্রথম সাংবাদিক চালকবিহীন বিমানটি পরিচালনা করছিলেন, দ্বিতীয় সাংবাদিক ভিডিও ধারণ করছিলেন এবং তৃতীয় সাংবাদিক পুরো ব্যাপারটা দেখছিলেন। ওই তিন সাংবাদিকের বয়স যথাক্রমে ৩৪, ৫২ ও ৬৮ বছর। তবে তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোন তথ্য দেয়া হয়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত দুই রাতে প্যারিসে কয়েকবার ড্রোন দেখা যাওয়ার খবরের পর এ গ্রেপ্তারের ঘটনা ঘটলো। ড্রোন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্যারিসের আকাশে ড্রোন দেখা যাওয়ার সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা রয়েছে কিনা, সে বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা। প্যারিসে ড্রোন ওড়ানো আইনত নিষিদ্ধ। প্যারিসে অবস্থিত মার্কিন দূতাবাসের ওপর ছোট্ট চালকবিহীন বিমানটিকে শনাক্ত করা হয়। ইনভ্যালিডস সামরিক জাদুঘর, আইফেল টাওয়ার ও কয়েকটি গুরুত্বপূর্ণ যানবাহনবহুল সড়কের কাছেই উড়ছিল ড্রোনটি। গতকাল রাতে পৃথকভাবে প্যারিসের ৫টি স্থানে ড্রোন শনাক্ত করা হয়েছে। সরকারের মুখপাত্র স্টিফেইন লে ফোল বলেন, সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়া উচিত হবে না, তবে তাদের সতর্ক থাকতে হবে। গত মাসে প্যারিসের ব্যাঙ্গাত্মক পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়।

Post a Comment

Previous Post Next Post