দারিদ্র পরিবারের শিশুদের পুষ্টিমান উন্নয়নে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
 পুষ্টিমান উন্নয়নে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
নিউজ ডেস্কঃ ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর পুওরেস্ট প্রজেক্টের অর্থায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার পরিকল্পনা কমিশনের ইআরডি সম্মেলন কক্ষে ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইয়োহানেস জাট নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। শিশু ও মায়ের পুষ্টি নিশ্চিত করতে নেওয়া এ প্রকল্পের আওতায় ৬ লাখ গর্ভবতী নারী ও পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুর মা নগদ অর্থ সহায়তা পাবেন। বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) কাছ থেকে সহজ শর্তে ৩০ কোটি ডলারের এ ঋণ পাবে বাংলাদেশ।

Post a Comment

Previous Post Next Post