![]() |
পুষ্টিমান উন্নয়নে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক |
নিউজ ডেস্কঃ ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর পুওরেস্ট প্রজেক্টের অর্থায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার পরিকল্পনা কমিশনের ইআরডি সম্মেলন কক্ষে ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইয়োহানেস জাট নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। শিশু ও মায়ের পুষ্টি নিশ্চিত করতে নেওয়া এ প্রকল্পের আওতায় ৬ লাখ গর্ভবতী নারী ও পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুর মা নগদ অর্থ সহায়তা পাবেন। বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) কাছ থেকে সহজ শর্তে ৩০ কোটি ডলারের এ ঋণ পাবে বাংলাদেশ।