![]() |
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শিশুর মর্মান্তিক মৃত্যু |
নিউজ ডেস্কঃ সিলেট এমএজি
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক রাতেই পাঁচ নবজাতকসহ ১০টি শিশু
মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা থেকে
আজ (মঙ্গলবার) সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ চিকিৎসকদের ভুল চিকিৎসা
এবং গাফিলতির কারণেই শিশুদের মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ
স্বজনদের অভিযোগ নাকচ করে দিয়ে জানিয়েছেন, বিভিন্ন রোগ ও ঠাণ্ডাজনিত কারণে
এসব শিশুর মৃত্যু হয়েছে। এর জন্য চিকিৎসকরা দায়ী নয়। তবে এ ঘটনায় ৩ সদস্য
বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া
পর্যন্ত হাসপাতাল এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছিল।
ট্যাগ »
জাতীয়/সমগ্র বাংলা