কুলাউড়ায় এসএসসি পরীক্ষা শুরু: পরীক্ষার্থী ৩৪৬৯ জন

কুলাউড়ায় এসএসসি পরীক্ষা শুরু
কুলাউড়ায় এসএসসি পরীক্ষা শুরু (প্রতিকী ছবি)
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষা। এসএসসির ৩টি কেন্দ্রে ও দাখিলের ২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ ফেরুয়ারি ১ম দিনের বাংলা পরীক্ষায় এসএসসিতে ৩ কেন্দ্রে ২৮৫০ জন ও দাখিলে ২ কেন্দ্রে ৬১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং ১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ২য় দিনে দাখিলে মনসুর কেন্দ্রে ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয় বলে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান জানান। পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রওয়ারী পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় কুলাউড়া নবীন চন্দ্র উচ্চবিদ্যালয় কেন্দ্র-১ সচিব সহকারী প্রধান শিক্ষক মো. আবদুল মতিন জানান, ওই কেন্দ্রে ১৪টি স্কুলের মোট ১১৫৩ পরীক্ষার্থীর মধ্যে ১ জন, পৃথিমপাশা আলী আমজদ উচ্চবিদ্যালয় কেন্দ্র-২ সচিব প্রধান শিক্ষক মো. আবদুল কাদির জানান, ওই কেন্দ্রে ১২টি স্কুলের মোট ১১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন ও জালালাবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্র-৩ সচিব মুজাহিদুল ইসলাম জানান, ওই কেন্দ্রে ৬টি স্কুলের মোট ৫০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন এবং মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব অধ্যক্ষ জালাল আহমদ খান জানান, ওই কেন্দ্রে ৯টি মাদ্রাসার মোট ৩৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন, দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা রবিরবাজার দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব অধ্যক্ষ আবদুল জব্বার জানান, ওই কেন্দ্রে ৭টি মাদ্রাসার মোট ২৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল। পরীক্ষা চলাকালে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় তৎপর ছিল।

Post a Comment

Previous Post Next Post