আসছে ‘অ্যাপেল কার’

আসছে ‘অ্যাপেল কার’
আসছে ‘অ্যাপেল কার’
রোম্মান চৌঃ যুক্তরাষ্ট্রভিত্তিক টেকনোলজী জায়ান্ট অ্যাপেল আইফোন, আইওয়াচ, আইপ্যাড, ম্যাকবুকের পর এবার ‘অ্যাপেল কার’ তৈরি করার পরিকল্পনা করেছে। তবে গাড়িটির কী নাম হবে তা ঘোষণা করেনি এই বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাটি। ওয়ালস্ট্রিট জার্নালের পক্ষথেকে বলা হয়েছে, একটি স্বয়ংক্রিয় গাড়ি বাজারে আনার পরিকল্পনা করেছে অ্যাপেল। গাড়িটি দেখতে অনেকটা ছোটখাটো ভ্যানের মতো হবে। তবে গাড়িটির দাম কত হতে পারে, সেসম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। কিছু দিন আগেই মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি ‘কার প্লে’ সফটওয়্যার এনেছে। যেখানে গাড়ির চালক অ্যাপেল ‘কার প্লে’ সফটওয়্যারের মাধ্যমে তাঁদের আইফোনে হাত না দিয়েও ফোন কল, ভয়েস কল, মেসেজিংয়ের মতো কাজগুলি অনায়াসে করতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post