![]() |
| আবুধাবিতে আগুনে পুড়ে ১০ বাংলাদেশীর করুন মৃত্যু |
নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব-আমিরাতের আবুধাবিতে একটি টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১০ জন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন ঘটনাস্থলে আগুনে পুড়ে কয়েকজন এবং পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ১০ জন প্রবাসী বাংলাদেশীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে আবুধাবীতে অবস্থিত স্থানীয় বাংলাদেশীরা । গুরুতর আহতদের স্থানীয় বেশ কয়েকটি বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকৎসা দেয়া হচ্ছে । আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক । সংযুক্ত আরব-আমিরাতের আবুধাবিতে ঐ টায়ারের কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের অধিকাংশের বাড়ি চট্টগ্রামের রাওজানে বলে জানা যায়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর শিল্পনগরী মোসাফফাহ ৭নং প্রথম গলিতে ইইউ সময় গত রাত ৩ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজন জানান, ‘ওই ভবনের নিচে রেস্টুরেন্ট ও গাড়ির টায়ারের কারখানার উপরে বাসস্থানে সবাই ঘুমিয়ে ছিলেন। নিহতদের কয়েকজন ভারতীয় নাগরিক বাকি বেশির ভাগ বাংলাদেশির বাড়ি চট্টগ্রামের রাউজানে। নিহত ১০ জনের লাশ আবুধাবি শেখ খলিফা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাদের ডিএনএ টেস্ট করে পরিচয় সনাক্ত করা হবে বলে জানিয়েছে আবুধাবি পুলিশ। আহতদেরকে আবুধাবির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আবুধাবির মুসাফাহ নামক স্থানে ঐ টায়ার কারখানায় এবং আশে-পাশের এলাকায় প্রায় ৫০০ বাংলাদেশি কর্মরত আছেন বলে স্থানীয় একটি সুত্র জানিয়েছে । নিহতদের অধিকাংশের বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে বেশ কয়েকটি সুত্র।
ট্যাগ »
প্রবাস জীবন
