![]() |
| আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী |
২১ শে ফেব্রুয়ারী
কবিতা : পলাশ
কোথায় সালাম কোথায় রফিক
কোথায় শফিউর
কোথায় বরকত কোথায় জব্বার
তোমরা কতো দূর?
কোথায় পাবো কৃষ্ণচুড়া
কোথায় শিমুল ফুল
পলাশ ফুলের রাঙ্গা আলোয়
ভাঙ্গবে সকল ভুল।
ফেব্রুয়ারী এলো রে ভাই
সবার কাছে বল্
প্রভাত ফেরি নিয়ে এবার
শহীদ মিনার চল্।
কোথায় শফিউর
কোথায় বরকত কোথায় জব্বার
তোমরা কতো দূর?
কোথায় পাবো কৃষ্ণচুড়া
কোথায় শিমুল ফুল
পলাশ ফুলের রাঙ্গা আলোয়
ভাঙ্গবে সকল ভুল।
ফেব্রুয়ারী এলো রে ভাই
সবার কাছে বল্
প্রভাত ফেরি নিয়ে এবার
শহীদ মিনার চল্।
