![]() |
| স্মৃতিতে প্রিয় কুলাউড়া; সাইদ খান শাওন |
সাইদ খান শাওনঃ আমার প্রিয় স্যার,বাংলাদেশের অন্যতম স্বনামধন্য রাষ্ট্রবিজ্ঞানী শান্তনু মজুমদার একদা ক্লাশে বলেছিলেন যে,আমি হলো ২ ধরনের: (ক) পাবলিক আমি এবং(খ) প্রাইভেট আমি ।প্রায় দেড় মাসের মতো আমার জন্মস্হান কুলাউড়া ছিলাম এবং গতকাল সকালে ঢাকা আসার পর থেকে সেই স্মৃতিগুলো আমার মনকে দোলা দিয়ে যাচ্ছে । যদিও আমার মনটা তেমন ভালো নেই কারণ বলব না । এটাই হলো প্রাইভেট আমি । আর পাবলিক আমি হিসেবে,সবার সাথে আমি থাকতে চাই,ভালো কিছু করতে চাই সমাজের উন্নয়নে । তারই অংশ হিসেবে,আমরা ১১ জন বন্ধু মিলে আমাদের সংগঠন Social Care Of Nation এর পক্ষ থেকে গত ২৫ ডিসেম্বর ১০০ জন অসহায় মানুষকে শীতবস্থ বিতরণ করি । তারপর মানব ঠিকানা পাঠক ফোরাম এর পক্ষ থেকে শীতবস্থ বিতরণ অনুষ্ঠানসহ,তাদের বেশ কয়েকটি প্রোগামে আমি ছিলাম ।
![]() |
| গত দেড় মাসের কার্যক্রমের কিছু ছবি। |
এরপর কুলাউড়ার পরিবেশবাদী সংগঠন Shade of Nature কর্তৃক আমরা সুষ্ঠুভাবে (হুমায়ূন মেলা ) আয়োজন করি প্রায় ১৫ দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে । এরপর
শেড অব নেচারের এবং কুলাউড়ার বৃহৎ সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাব এর
যৌথ আয়োজনে এক প্রীতি ক্রিকেট ম্যাচ সুষ্ঠুভাবে আমরা আয়োজন করি । বাঙ্গালীর
হারিয়ে যাওয়া সংস্কৃতি "চড়ুইভাতি/ টুফাটুফি " উৎসব, সাংস্কৃতিক সংগঠন
সৃসাস, সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাব, পরিবেশবাদী সংগঠন শেড অব
নেচার এর মাধ্যমে আয়োজন করি । এর পাশাপাশি আমি বিভিন্ন লীগে খেলাধুলাতে
অশগ্রহণ করি সুষ্ঠু বিনোদনের মাধ্যম হিসেবে । এতসব করতে গিয়ে যাদের কথা না
বললেই নয়,তারা হলেন - জাবের ভাই, রাসেলভাই, শাকিল মামু, সামাদ, রাব্বি,
রোম্মান, নাহিদ, রনি, রুমন, প্রান্ত, আসাদ, মাহিন, নবেল, নয়ন, গিয়াস, বাবু,
নাহিদ,সাজেদ, আরিফ, জাহান,কর্ণ ভাই,বেলাল ভাই,রাহাত ভাই,লিমন ভাই, মাসুদ ভাই,
ইমাম ভাই, মানিক ভাই, জুবেল ভাই, রনি ভাই, হেলাল ভাই, সুফিয়ান চাচা সহ
পোগ্রামের সাথে সংশ্লিষ্ট সবাইকে । আর যারা ছাড়া আমাকে আমি হিসেবে চিন্তা
করতে পারি না,তারা হল-আমার ভাই,বন্ধু, নির্দেশক, আমার সবকিছু,আমার মাহিন,
উজ্জল, জাফর, সোহেল, রাব্বি, সুজন, জামিল, সফি, মাহি, রাজিন । আর জাবের ভাই
আপনি অসাধারণ একজন মানুষ । শাকিল মামু সত্যিই আপনি Dynamic । আর Special
thanks দিতে চাই আমার বাবা- মা, Muhim Khan and Yeasmin Nahar কে ।

