প্রিয় কুলাউড়া এখন নিজস্ব ডোমেইনে (www.priyokulaura.com)

প্রিয় কুলাউড়া
প্রিয় কুলাউড়া এখন নিজস্ব ডোমেইনে (www.priyokulaura.com)
প্রিয় কুলাউড়াঃ নিজের বাড়ির স্বপ্ন কার না থাকে? আমারও ছিল, অনেক প্রিয় মানুষের সহযোগীতায় আজ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। নাম ঠিকানা আর মনে হয় না নতুন করে বলার প্রয়োজন আছে, কারণ আপনি/আপনারা এখন আমার এই বাড়িতেই অতিথি হিসেবে অবস্থান করছেন। আমার এই বাড়ি আসলে সেই বাড়ি নয়, এটা হলো আমার ভার্চুয়াল বাড়ি অর্থাৎ এই ব্লগ/ওয়েবসাইট । আজকেই ডোমেইন কিনা হয়েছে, তাই আজ থেকে এখানেই কুলাউড়ার সকল খবরা-খবর, ভালোলাগা, আপনাদের অনুরোধ সাম্প্রতিক খবর এবং আমার পরিমিত জ্ঞান সবার সাথে শেয়ার করার চেষ্টা করবো, আমার জানা-অজানা বিভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতার কথা আলোচনা করবো। সবাইকে অশেষ ধন্যবাদ আমাকে সহযোগীতা করার জন্য।
  • www.priyokulaura.com
  • Email: priyokulaura@gmail.com

Post a Comment

Previous Post Next Post