 |
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘হীরক জয়ন্তি’ উদযাপন |
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্বনামধন্য প্রাচীনতম শিক্ষা প্রতিষ্টান কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ৭৫বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তি উদ্যাপন এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্টান র্যালী, আলোচনা সভা, বার্ষিক অন্বেষা ম্যাগাজিনের মোড়ক উন্মেচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ১০জানুয়ারী শনিবার দিন ব্যাপী অনুষ্টিত হয়। কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুপুর ১২টায় কেক কেটে, শান্তির প্রতিক কবুতর উড়িয়ে ও জাতীয় সংগীতের পরিবেশনের মাধ্যমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একেএম সফি আহমদ সলমান এর সভাপতিত্বে ও প্রতিষ্টানের সহকারী শিক্ষক মাহবুব হোসাইন মাছুম এবং সোহেল আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য সজল, ছকাপন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল খালিক,
কর্মধা ইউপি চেয়ারম্যান আব্দুস সহিদ বাবুল, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, পৌর
কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ, বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি গৌরা দে, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে আমীর হোসেন, রাধেশ্যাম রায় চন্দন, ফয়জুর রহমান ছুরুক, মাহমুদুর রহমান কাবির, সাপ্তাহিক সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম টিপু প্রমুখ। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যথেকে বক্তব্য রাখেন ফাহমিদা ফারুক শারমিন, মারিইয়াম সিদরাতুল মুনতাহা, নিশাত ছালসা বিন রব, পুষ্পিতা দেব ও তাসনিম। এ সময় আনেক শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্টানে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়। অনুষ্টানে প্রতিষ্টানের সহস্রাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।