![]() |
কুলাউড়ায় যৌথবাহিনীর অভিযান চলছে : আটক ৬
|
কুলাউড়ায় যৌথবাহিনীর অভিযান চলছে : আটক ৬
তারেক হাসান, কুলাউড়া: কুলাউড়ায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে যৌথবাহিনীর অভিযান চলছে। ইতিমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী। অভিযানকালে আটককৃতরা হলেন, জামাত
শিবিরের আব্দুল বারী মাষ্টার(৬০), মখলিছুর রহমান(৩২), মবশ্বির আলী(৪৫), মোঃ সেলুর রহমান(৪৮), নজরুল ইসলাম(২৫) ও তৌহিদ (২২)। এছাড়াও রাত ৮টায় ২য় বার সাবেক এমপি এমএম শাহীনের উত্তরবাজারস্থ বাসভবনে যৌথবাহিনী পুনরায় অভিযান চালায়। ঐ সময় তিনি বাসায় ছিলেন না। কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকারের নেতৃত্বে যৌথবাহিনী অভিযানে অংশ নিচ্ছে।
সুত্রঃ ডেইলি সিলেট
ট্যাগ »
কুলাউড়া