![]() |
এম.এম শাহীনের বাসায় পুলিশের অভিযান |
এম.এম শাহীনের বাসায় পুলিশের অভিযান: কুলাউড়ার সাবেক এমপি ও জেলা বিএনপির সহসভাপতি এম.এম শাহীনের আটকের লক্ষ্যে ১০ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৪টায় পুলিশ তল্লাশী চালায়। এ সময় পুলিশ শতাধিক কালো পতাকাবাহী বাঁশ জব্দ করে। পুলিশ জানায়, এম এম শাহীনের বাসায় বিএনপির গোপন মিটিং চলছিল এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু কাউকে পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী শতাধিক বাঁশের লাঠি উদ্ধার করা হয়। এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী কুলাউড়া থানা পুলিশের এসআই ওয়াসিমুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সুত্র: ডেইলি সিলেট
ট্যাগ »
কুলাউড়া