কুলাউড়ায় বাসে অগ্নিসংযোগ

কুলাউড়ায় বাসে অগ্নিসংযোগ
কুলাউড়ায় বাসে অগ্নিসংযোগ

কুলাউড়ায় বাসে অগ্নিসংযোগ: কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকার ঢুলিপাড়া নামক স্থানে একটি বাস ভাঙচুরের পর তাতে আগুন দিয়েছে অবরোধকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৯ টারদিকে কুলাউড়া থেকে ছেড়ে আসা মৌলভীবাজারগামী যাত্রীবাহী একটি মিনিবাস (সিলেট- জ -০৪-০০১৩ ) ঢুলিপাড়া নামক স্থানে পৌঁছলে হঠাৎ মোটরসাইকেল যোগে ১০ থেকে ১২ জন পিকেটার গাড়িতে হামলা চালায়। এসময় বাসের যাত্রীরা ভয়ে গাড়ি থেকে নেমে যায়। পরে দাড়িয়ে থাকা গাড়িতে পেট্টল ছিটিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় অবরোধকারীরা। তবে এ ঘটনায় কেন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমল কুমার ধর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই অবরোধকারী পালিযে যায়। সবধরণের নাশকতা এড়াতে পুলিশ সর্তক রয়েছে বলে জানান তিনি।
সুত্রঃ মানব জমিন
Previous Post Next Post