১. ভাল খেলতে পারেন না বলে তাঁর হাই-স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দেয়া হয়েছিলো,নিজের রুমের দরজা লাগিয়ে কেঁদেছিলেন তিনি। আর আজ আমরা বাস্কেটবল বলতে তাকে চিনি,তার নাম-- 'মাইকেল জর্ডান'
২.টিচার বলেছিলেন তিনি ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র,তাঁর পক্ষে কিছু বোঝা সম্ভব না অথচ আজ আমরা আলোর মুখ দেখেছি তাঁর জন্যেই,তিনি হলেন বৈদ্যুতিক বাতির আবিষ্কারক--'টমাসআলভা এডিসন'
৩. নিউজপেপারের চাকরি থেকে তাকে বাদ দেয়া হয়েছিলো,কারন তাঁর মাথায় নতুন কিছুর প্ল্যান আসতো না,তাঁর চিন্তাশক্তি তাঁর পোষ্টের জন্য উপযুক্ত ছিল না...
তিনি হলেন ডিজনি ল্যান্ড ও হলিউডের সব ডিজনি চরিত্রের উদ্ভাবক--- 'ওয়াল্ট ডিজনি'
৪. তাঁর বাগদত্তা মারা গিয়েছিলো,তাঁর ব্যবসা দুইবার ডুবেছিলো, একবার হার্ট এ্যাটাক হয়েছিলো এবং সে আট বার নির্বাচনে হেরেছিলো---'আব্রাহাম লিঙ্কন'
৫.ডেকো মিউজিক কোম্পানী তাদের এলআম বের করতে মানা করে দিয়েছিলো,বলেছিলো তাদের গান সময়ের সাথে যায় না, তাদের মিউজিক কোয়ালিটি ভাল না----তারা হলেন বিখ্যাত মিউজিক ব্যান্ড -'বিটলস'.
উপরিউক্ত আলোচনার পরি প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে,
'তুমি যদি জীবনে কখনো না হেরে থাকো, তবে তুমি এই পৃ্থিবীতেই ছিলে না।'
-------- এম আর চৌধুরী মিজান।
ট্যাগ »
শিল্প/সাহিত্য/সংস্কৃতি