জীবনে চলার পথে আমাদের অনেক অপূর্ণতা থাকে, থাকে অনেক অপ্রাপ্তি, থাকে হতাশা, থাকে অবহেলা, থাকে পরাজয়।
এর জন্য কি নিজের জীবন কে শেষ করে দেয়া উচিত? নেশার মাঝে বা আত্মহত্যা করে নিজের জীবন কে শেষ করে দিবেন?
আমাদের এই জীবন অতি ক্ষুদ্র। কিন্তু এই ক্ষুদ্র জীবনে আমরা প্রতিনিয়ত survive করে চলেছি। জীবনে প্রতিটি ক্ষেত্রে আমাদের কোন না কোন ভাবে সংগ্রাম করে চলতে হয়।
আপনি রাস্তায় বের হলেন আপনার গন্তব্যস্থান এ যাওয়ার উদ্দেশ্য। কিন্তু দেখতে পেলেন গাড়ি আপনি আসার আগেই ছেড়ে গেছে! কি করবেন?? সে গাড়িরর জন্য মন খারাপ করে বসে থাকবেন? নাকি অন্য একটা গাড়ি নিয়ে আপনার গন্তব্যস্থান এ যাবেন?
নিশ্চয় অন্য গাড়ি নিয়ে যাবেন। না বোকার মত সে গাড়ির অপেক্ষায় বসে থাকবেন??
আপনি রাস্তা দিয়ে হেটে চলেছেন, হঠাৎ আপনার চোখে বালি পড়লো! কি করবেন? বালি কেন পড়েছে তা ভাববেন নাকি চোখ পরিষ্কার করবেন?
নিশ্চয় পানি দিয়ে চোখ পরিষ্কার করবেন।
ধরুন কোন দূরঘটনায় আপনার একটা হাত বা পা চলে গেলো। কি অন্য যে হাত বা পা ভালো আছে তা ও কেটে ফেলিবেন?
উপরের প্রত্যেক কাজে আপনি আপানার জন্য যা ভালো হবে তাই করবেন। তাহলে কেন আজ এত হতাশা? অন্য গাড়িতে নিজের গন্তব্যস্থান এ এগিয়ে চলুন।
চুখের ময়লা পরিষ্কার করার পর যে ভাবে পৃথীবি কে দেখেছেন সে ভাবে দেখুন।
একটা হাত বা পা নিয়ে যে ভাবে ঘুরে দাঁড়িয়েছেন সে ভাবে দাঁড়ান।
আমার অফিসে একজন মানুষ কাজ করেন, যিনি শারেরিক প্রতিবন্ধী, সোজা হয়ে দাঁড়াতে পারেন না। কিন্তু সব কাজ এত সুন্দর ভাবে করে নিজ চোখে না দেখলে বিশ্বাস করবে না কেও।
একটা ব্যাপার ভেবে দেখুন আল্লাহ আপনাকে শারেরিক ভাবে সব দিয়েছে। তারপর ও কেনো নিজের জীবন কে হতাশার মোড়কে জড়িয়ে শেষ করে দিবেন? কেন জীবনের কাছে, কোন ক্ষুদ্র পরাজয়,ধোকার জন্য এত সুন্দর জীবন কে শেষ করে দিবেন? মনে রাখবেন জীবনে যদি এই হতাশার থেকে একবার নিজেকে দাড় করাতে পারেন দেখবেন পৃথীবির সব কিছুই আপনার কাছে মাথা নত করেছে।
মনে রাখবেন কোন কাজে হেরে গেছেন বা হোচট খেয়েছেন এর মানে আপনার গন্তব্য একটু দীর্ঘ হলো আর কিছু না।
আপনার জীবন থেকে কেও চলে গেছে এর মানে আপনার জীবন শেষ হয়ে যাওয়া না। সে ভালো কিছু আশার পথ করে দিয়েছেন। মনে রাখবেন আল্লাহ আমাদের জন্য যা ভালো তাই করেন সব সময়। স্রষ্টার প্রতি বিশ্বাস রাখুন আপনি অনেক বড় হবেন ।
আপনার উপকার হলে কমেন্ট এ জানাবেন।
লেখাঃ Axif A Munna
ট্যাগ »
শিল্প/সাহিত্য/সংস্কৃতি