এইচ ডি রুবেলঃ কুলাউড়া উপজেলার সর্বস্তরের ব্যবসায়ীদের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষে উপজেলার আওতাধীন সকল বাজার কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে বৃহত্তর কুলাউড়া উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক, বদরুল ইসলাম সম্পাদক, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, মোঃ রমিজ উদ্দিন সম্পাদক, ব্রাহ্মণ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, মোঃ মুজাম্মেল আলী সম্পাদক, ঠিলাগাও নয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, মোঃ আজমল আলী, সভাপতি, ভুকশিমইল নবাবগন্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, সদস্য, ইকবাল হোসেন রিজন, আমজুপ বাজার, রাউৎগাউ , মোঃ সাইদুল ইসলাম, কাঁঠালতলী বাজার, কর্মধা, মোঃ হেলাল খান, ফুলেরতল বাজার, বরমচাল, মোঃ আকমল আলী, ভাটেরা ষ্টেশন বাজার, মোঃ ওয়াতির আলী, চৌমুহনী বাজার, হাজীপুর , মোঃ নায়িমুল হক, আমতলা বাজার, শরীফ পুর, মোঃ জামাল আহমদ, পেকুর বাজার ব্যবসায়ী সমিতি, কাদিপুর, মোঃ জাবেদ আহমদ, গাজীপুর চৌমুনী বাজার, জয়চন্ডি।
নব নির্বাচিত আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে কুলাউড়া উপজেলার আওতাধীন সকল বাজার কমিটির নেতৃবৃন্দকে নিয়ে একটি পুর্নাঙ্গ কমিটি উপহার দিবেন।