কমলগঞ্জ প্রতিনিধিঃ গত ১১/৩/২৩ সন্ধ্যায় মৌলভীবাজার শমসের নগর রোডস্থ কাউন্সিলর হলে অনুষ্ঠিত হলো মৌলভীবাজার গাঙচিল ১৭৭তম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন'২৩। মৌলভীবাজার জেলা সমন্বয়ক কবি সালেহ আহমেদ সলিপকের সভাপতিত্বে উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গাঙচিল সিলেট বিভাগীয় সভাপতি কবি একে আজাদ খান, বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যাপক এইচ আই হামিদ, কবি শেখ শাহ্ জামাল আহমেদ, কবি শহীদুল ইসলাম, সাংবাদিক হুমায়ুন রহমান বাপ্পী,কবি মুহিবুর রহমান । ভারতীয় অতিথি ছিলেন গাঙচিল মুর্শিদাবাদ ফারাক্কা সাধারণ সম্পাদক শাহাজাদ হোসেন, ভারত শামসেরগঞ্জ শাখা সমন্বয়ক আবুল কাশেম কাশ্মীর, ভারত শামসেরগঞ্জ শাখা সদস্য নইমুল হক, ভারত শামসেরগঞ্জ শাখা সদস্য শিল্পী এনায়েম হোসেন জয়। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার গাঙচিলের সাধারণ সম্পাদক রিপন কান্তি ধর রূপক।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন গাঙচিলের প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন।
সম্মেলনে আলোচনা, কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ করা হয়। অন্যান্যদের ভেতর কবিতা ও আলোচনায় অংশ নেন অভিজিত দেব রায়, গোলাম হোসেন, মোঃ ফারুক মিয়া, সুধাংশু লাল বৈদ্য, গ্রাম ডাক্তার রবিলাল বর্ধন প্রমুখ।
ট্যাগ »
Latest News