কুলাউড়ায় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান কার্যক্রমের আওতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা’ বৃহস্পতিবার ২৭ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মো. শফিকুল ইসলামের পরিচালনায় পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

তিনি তথ্য প্রযুক্তিকে দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে উন্নীত হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ ও সহকারী শিক্ষক আব্দুল মোমিন।

পরে প্রধান অতিথি সফি আহমদ সলমানসহ অন্যান্য অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ী মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী মো. আলী আশরাফ ১ম, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির আরিশা তাছনিম আয়শা ২য় ও ৯ম শ্রেণির আশরাফি মনির চৌধুরীকে ৩য় পুরস্কার বিতরণ করেন।

Post a Comment

Previous Post Next Post