কুলাউড়ায় ইয়াবাসহ কারবারি নজরুল গ্রেপ্তার



স্টাফ রিপোর্টার: কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ নজরুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ১৬ জুলাই রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নজরুল পৃথিমপাশার সুলতানপুর গ্রামের মৃত শেখ আইন উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গোপন তথ্যের ভিত্তিতে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ নজরুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, নজরুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে গ্রেপ্তার করে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post