নিউজ ডেস্কঃ জুড়ী-কুলাউড়া সড়কের জুড়ী উপজেলার মানিক সিংহ বাজার নামক স্থানে বাস দূর্ঘটনা ঘটেছে। এতে ১ শিশু নিহত ও প্রায় ৫০ জনযাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, রোববার ১৭ জুলাই বিকেল ৪ টায় জুড়ী থেকে কুলাউড়া যাওয়ার পথে বাস নং- (সিলেট-জ ১১-০২৯৭) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লোক জন এসে বাসের কাচের জানালা ভেঙ্গে যাত্রীদেরকে উদ্বার করে। যাত্রীদেও মধ্যে এক শিশু নিহত ও নারী-পুরুষসহ ৫০ জন আহত হয়েছে।
জুড়ী থানা (তদন্ত) ওসি আবুল কালাম জানান খবর পেয়ে পুলিশ সদস্যদেরকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেভাবে গাড়ি উল্টেছে তাতে আরো হতাহতের সংখ্যা বেশি হতে পারতো, আল্লাহপাক তা থেকে সকলকে রক্ষা করেছেন।