কুলাউড়া রেলওয়ে কলোনীতে অগ্নিকান্ড (ভিডিও)

 কুলাউড়া রেলওয়ে স্টেশন কলোনীতে রান্না ঘরের চুলা থেকে সৃষ্ট অগ্নিকান্ডে তিনটি কোয়ার্টার পুড়ে ছাঁই হয়েছে। সোমবার (২৮ মার্চ) দুপুরে দক্ষিণ রেলওয়ে কলোনিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ রেলওয়ে কলোনির বাসিন্দা নাছিমা বেগম দুপুরে রান্নার জন্য চুলায় আগুন ধরাতে গেলেই হঠাৎ আগুন ধরে যায়। আগুনে পার্শ্ববর্তী ঘর আব্দুল মান্নান ও হাবিবুর রহমানের আংশিক ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডে তিনটি পরিবারের প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।

এ বিষয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সুলেয়মান আহমদ জানান, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ঘণ্টাখানেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Post a Comment

Previous Post Next Post