স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার শহরের ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছে মৌলভীবাজার পৌরসভা ও জেলা পুলিশ।
সোমবার ২৮ মার্চ শহরের সাইফুর রহমান রোড, কুসুমবাগ এলাকা, এসআর প্লাজা সম্মুখ, পশ্চিমবাজার এবং চৌমোহনা পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জেলা পুলিশের পক্ষে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এবং পৌরসভার পক্ষে নেতৃত্ব দেন মেয়র ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জালাল আহমদ, ফয়ছল আহমদ ও সৈয়দ সেলিম হক। আরও উপস্থিত ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, ডিবি ওসি বদিউজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহফুজ আলমসহ পুলিশ সদস্যরা।
