নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলায় জুড়ী উপজেলাস্থ পশ্চিম বটুলীতে বাংলাদেশ-ভারত বর্ডার হাট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
জানা গেছে আগামী ৪ এপ্রিল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলীতে ভারত (ত্রিপুরা রাজ্য) ও বাংলাদেশ সীমান্তে বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অতিথি কে থাকছেন এখনও জানা যায়নি।
উল্লেখ্য, পিলার নং ১৮২৭, ৬- জই হতে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোম্যান্সল্যান্ডে উক্ত বর্ডার হাটের স্থান নির্বাচন করা হয়েছে। আগামী জুলাই মাসের পর বর্ডার হাট পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায় ।
