আলী আমজাদ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টার: উচ্চ লাফ, দীর্ঘ লাফ, চকলেট দৌড় কিংবা দড়ি লাফসহ নানান খেলাধুলা প্রতিযোগিতার মধ্য দিয়ে মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৩ মার্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতির আহমদ।

পরে দুপুরের দিকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত হন সহকারি জেলা শিক্ষা অফিসার মো. মইনুল হক। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এক সময়ের জনপ্রিয় অথচ হারিয়ে যাওয়া খেলাধুলার মধ্যে ছিলো গোল্লাছুট, লাইখেলা, কানামাছি ইত্যাদি। এছাড়াও ভারসাম্য দৌড়, অভিভাবকদের চেয়ার ম্যাজিক এবং শিক্ষকদের বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নেছার আহমদ বলেন, জীবনগঠনে শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের ভবিষ্যত পৃথিবীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সেজন্য নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে।

Post a Comment

Previous Post Next Post