কুলাউড়ায় টিকার সনদ ছাড়া রেস্তোরাঁয় যাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা



নিউজ ডেস্কঃ কুলাউড়ায় ওমিক্রনের বিস্তারের রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে কুলাউড়া শহরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা।

এ সময় মাস্ক না পরা ও রেস্তোরাঁয় টিকা সনদ যাচাই ছাড়া খাবার পরিবেশন ও গ্রহণ করায় রেস্তোরাঁর মালিক ও ক্রেতাসহ মোট ৪টি মামলায় ১০ হাজার ২শত টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় রেস্তোরাঁর মালিক ও ক্রেতাদের টিকা সনদ ও মাস্ক পরা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়। সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে কুলাউড়া থানা পুলিশের একটি দল। - সময় কুলাউড়া





    

Post a Comment

Previous Post Next Post