এইচএসসি ও সমমানের বিভিন্ন পরীক্ষার কেন্দ্র জেলা প্রশাসকের পরিদর্শন



নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার ২ ডিসেম্বর মৌলভীবাজার শুরু হয়েছে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষাসমূহ৷ করোনাকালীন এই প্রথম এইচএসসি পরীক্ষায় বসছে শিক্ষার্থীরা।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার জেলা সদরের পরীক্ষা কেন্দ্রগুলোতে পরিদর্শন করা হয়৷ এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমানসহ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলায় এবার ১৩ হাজার ২৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তাদের মধ্যে ছাত্র সংখ্যা ৫ হাজার ৬৩৭ জন, ছাত্রী সংখ্যা ৭ হাজার ৬৪২ জন। এসব শিক্ষার্থী ৪৯টি প্রতিষ্ঠানের ১৪টি কেন্দ্রে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবছর সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৬৭ হাজার ৭৯২ জন। গত বছরের চেয়ে যা ৭ হাজার ৫৩১ জন কম।

জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডে এবার ২৯৯টি প্রতিষ্ঠানের ৬৭ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী রয়েছেন। তন্মধ্যে ছাত্র ৩০ হাজার ৮২২ জন ও ছাত্রী ৩৬ হাজার ৯৭০ জন। মোট ৮৫টি কেন্দ্রে তারা পরীক্ষা দিচ্ছেন।


Post a Comment

Previous Post Next Post