বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের রানীরবাজারে আগুন লেগে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালামাল সহ প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ১১ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯ টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, চেরাগ মিয়ার মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কমলগঞ্জ ইউনিটের কর্মকর্তা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল সারের দোকান, মুদি দোকান,ও ফার্মেসী।