মায়ের কোলে ফিরল মেছো বাঘের সেই তিন ছানা



নিউজ ডেস্কঃ স্কুলশিক্ষক দিবারানী করের ঘরের পাশে একটি পরিত্যক্ত শৌচাগারে রাতের বেলায় তিন ছানাকে ভুলে ফেলে রেখে গিয়েছিল মা মেছো বাঘটি। সকালে ছানাগুলোর ডাকাডাকির শব্দ শুনতে পান দিবারানী।

ছানাগুলো বিড়ালের মনে করে সেগুলো নিজের ঘরে নিয়ে আসেন তিনি। আদর সোহাগে বাচ্চাগুলোকে দুধ-ভাত খেতে দেন। কিন্তু বাচ্চাগুলো সেই খাবার না খেয়ে কেবল ডাকতেই  থাকে। একপর্যায়ে খাবার খাওয়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য চেয়ে একটি পোস্ট দেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। নজর কাড়ে বনবিভাগের বন্যপ্রাণী বিভাগের। 



ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে।

গত শুক্রবার (১২ নভেম্বর) বনবিভাগের পরামর্শে বাচ্চাগুলোকে একই স্থানে রেখে দেন দিবারানী। সেখানেই তিন বাচ্চার কাছে ফেরে মা মেছো বাঘটি। আর বাচ্চাগুলো খুঁজে পায় তাদের মায়ের কোল।

কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ইছলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবারানী কর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি কালের কণ্ঠের এই প্রতিবেদককে বলেন, 'প্রথমে ছানাগুলোকে দুধ ও ভাত খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হই। পরে অন্য কোনো উপায় না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য চেয়ে একটি পোস্ট দেই।' 



দিবারানী আরো বলেন, 'পোস্ট দেখে বন বিভাগের লোকজন আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। এরপর বুঝতে পারি এগুলো মেছো বাঘের ছানা। পরে বনবিভাগের লোকদের পরামর্শে যেখানে বাচ্চাগুলো পেয়েছিলাম সেখানেই রেখে আসি। আজ ওই স্থানে দেখতে গিয়ে বাচ্চাগুলোকে আর পাইনি। এই এলাকাটি পাহাড়ি ও সংরক্ষিত বনের পাশে পড়েছে। প্রায়ই রাতের বেলায় মেছো বাঘের ডাক শুনতে পাওয়া যায়।'

বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (প্রকৃতি ও নিরাপত্তা) রেজাউল করিম চৌধুরী বলেন, 'যে স্থানে মেছো বাঘের বাচ্চাগুলো পাওয়া যায়, সেই স্থানেই আবার রেখে দেওয়ার কারণে মা মেছোবাঘ এসে সেগুলো নিয়ে গেছে।'  - কালের কণ্ঠ  


Post a Comment

Previous Post Next Post