স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ০২ অক্টোবর শনিবার আবাস মিয়া (৩৭) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সাতরা গ্রামের মৃত উসমান মিয়ার ছোট ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবাস মিয়া শনিবার দুপুরে ধান ক্ষেতে কাজ করতে যান। এসময় ধানক্ষেতে ছিড়ে পড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যান। এদিকে বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় স্থানীয় বিদ্যুৎকর্মী গোপাল দেব নাথ বৈদ্যুতিক লাইনে মেরামত কাজ করতে গেলে আবাস মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন। তিনি বিষয়টি নিহতের পরিবার ও স্থানীয় লোকজনদের জানান। স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মফিজ উদ্দিন তালুকদার বলেন, বিকেলে ব্রাহ্মণবাজারের সাতরা গ্রামে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে শুনেছি। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোক সেখানে গিয়ে জমিতে পড়ে থাকা সঞ্চালন লাইন মেরামত করেছেন। বিদ্যুৎ বিভাগের গাফিলতি অভিযোগের বিষয়ে জানতে চাইলে মফিজ উদ্দিন তালুকদার বলেন, জরাজীর্ণ লাইন ও খুঁটি সংস্কারের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব জরাজীর্ণ লাইন ও খুঁটি সংস্কার হবে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে নিহত আবাছ মিয়ার বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম। তাঁর পরিবারের কেউ অভিযোগ দিতে অসম্মতি জানান।
