মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টারঃ মুক্ত সংবাদ চর্চায় অনলাইন হোক উম্মুক্ত মাধ্যম এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অভিষেক ২০২১ অনুষ্ঠিত হয়েছে। 



০২ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে  অনলাইন প্রেসক্লাবের বিদায়ী  সভাপতি জিতু তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান,  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন  প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক কবি মুহিত  চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু,  অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা শ ই  সরকার জবলু, জেলা  আওয়ামী লীগের সদস্য ও ব্যাংকার সজিব হাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, দৈনিক আজকের সংলাপ এর সম্পাদক ও প্রকাশক  সালাম মাহমুদ, বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক মাধুরী মজুমদার ।  

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবাগত সভাপতি সালেহ আহমদ সেলিম, সাংবাদিক পিন্টু দেবনাথ, অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাজুদুর রহমান, সহ-সভাপতি মামুনুর রহমান চৌধুরী  মসু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সৈয়দ সালাউদ্দিন আহমদ, সম্পাদক আবুজার রহমান বাবলা, মোহাম্মদ মস্তফা উদ্দিন, এম.এ রুমান আহমেদ, এ কে এম জাবের, ইশরাত জাহান চৌধুরী, নাজমুল বারী সোহেল, এনামুল আলম, আব্দুস শুকুর, রাশেদ মোহাম্মদ, মোহাম্মদ আলতাফ হোসেন, রাকেল আনসারী, রাজন আবেদিন রাজু, রুমানা আক্তার শিপা, শিরিন আক্তার, মোঃ জসীম উদ্দীন প্রমুখ ।

এ সময় মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য কে শপথ বাক্য পাঠ করান ।  

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ সবাইকে নিয়ে প্রবাসী সাংবাদিক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোঃ মকিস মনসুর এর সৌজন্যে কেককেটে অভিষেক অনুষ্ঠান উদযাপন করেন ।

Post a Comment

Previous Post Next Post