কুলাউড়ায় ইলেকট্রিক্যাল ব্যবসায়ী ঐক্য পরিষদের কমিটি গঠন



স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় ইলেকট্রিক্যাল ব্যবসায়ী ঐক্য পরিষদ বাংলাদেশ এর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া শহরের একটি রেস্টুরেন্টে কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বিচিত্র রঞ্জন দে (নিউ মুন্নি ইলেকট্রনিক) আহবায়ক ও সায়েম উদ্দীন আহমদ রাব্বি (পূর্বাশা ট্রেডার্স) সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক এম এ আলীম (মা ইলেকট্রিক অ্যান্ড সেনেটারী), সুমন ঘোষ (সুমন ইলেকট্রিক), আবুল বাশার (এম.বি ট্রেডার্স), তাজউদ্দীন আহমদ হেলাল (তানিশা ইলেকট্রিক), সদস্য প্রবীর কুমার রায় (সনিক ইলেকট্রিক), রথীন্দ্র কুমার পাল প্রদীপ (চৌরাঙ্গী হার্ডওয়ার ইলেকট্রিক), মো. তারেক হাসান (তারেক এন্টারপ্রাইজ), জাহেদুর রহমান (আবুল ইলেকট্রিক), অনিরুদ্ধ রায় চন্দন (আর কে ট্রেডার্স)।

Post a Comment

Previous Post Next Post