সময়ের কাছে অতিথি
- শেখ হেলাল আহমেদ
সময়ের কাছে অতিথি হয়েও,
কত বড়াই করো!
মিথ্যে মায়ায় আবদ্ধ হয়ে,
কিসের জীবন গড়ো !
নিঃশ্বাসের ভরসা নাই,
তবুও করো লড়াই!
কর্মজীবন হচ্ছে লিখন,
নিয়তির কামাই!
বিলাসিতায় লিপ্ত হও,
নিত্য নতুন কত!
অসহায়দের দেখার মত,
সময় নাইযে ততো!
আজব দেশে আজব তুমি,
গড়ছো পাপের বাগান!
টাকা দিয়ে সম্মান কিনে,
দেখাও তার প্রমাণ!
ভালো কাজে মন বসেনা,
মন্দের খোঁজ করো!
মিথ্যে অভিনয় করতে তুমি,
নানান রুপ ধরো!