বিনোদন ডেস্কঃ শারদীয় দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েক দিন। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই পূজাকে রাঙিয়ে দিতে ইউটিউব চ্যানেল 'Dilip Melody' (৬ অক্টোবর) মহালয়ায় নিয়ে এসেছে ‘দূর্গার আগমণে’ শিরোনামে একটি মৌলিক পূজার গান।
গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী দিলীপ ঘোষ ও টুম্পা দেবী। গানটির কথা ও সুর করেছেন দিলীপ ঘোষ। মিউজিক করেছেন সংগীত পরিচালক রানা মাসুদ। মিক্সিং ও মাষ্টারিং করেছেন দেবশীষ দে পল্লব।
ইতিমধ্যে গানটি শ্রোতা মহলে বেশ সাড়া ফেলেছে । গানটি নিয়ে কন্ঠ শিল্পী দিলীপ ঘোষ ও টুম্পা দেবী বলেন, ভারতীয় গানের ভীড়ে সম্পূর্ণ নতুন এ গান আশাকরি ঘরে ঘরে, মন্দিরে মন্দিরে বাজবে। শ্রোতাদের উদ্দেশ্য বলেন মৌলিক গানটি সবার মাঝে ছড়িয়ে দেয়ার দায়িত্ব শ্রোতাদের। আশির্বাদ প্রার্থনা করেছেন এ দুই কন্ঠশিল্পী।