কুলাউড়ায় ১২ অক্টোবর ডিসি গোল্ডকাপ বিজয় দিবসে প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় ডিসি গোল্ডকাপ বিজয় দিবসে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে আগামী ১২ অক্টোবর মঙ্গলবার। প্রীতি ম্যাচ আয়োজন করার লক্ষ্যে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 




জানা গেছে, আগামী ১২ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টায় কুলাউড়ার ঐতিহ্যবাহী বরমচাল উচ্চ বিদ্যালয় মাঠে 'ডিসি কাপ বিজয়ী একাদশ' এর সাথে 'কুলাউড়ার ক্রীড়াঙ্গন একাদশ' এর মধ্যে একটা আকর্ষণীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে কুলাউড়ার ক্রীড়াঙ্গন একাদশের হয়ে খেলবেন উপজেলার ১টি পৌরসভা এবং ১৩টি ইউনিয়নের প্রতিটি থেকে কমপক্ষে একজন করে সিনিয়র ফুটবলার এবং ডিসি কাপ বিজয়ী একাদশে খেলবেন ২০১২ সালের ডিসি গোল্ডকাপ জয়ী একাদশের খেলোয়াড়বৃন্দ। কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উক্ত প্রীতি ম্যাচ মাঠে উপস্থিত থেকে উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। পুরো খেলাটি কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবারের পেইজ থেকে লাইভ সম্প্রচার করা হবে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১২ অক্টোবর কুলাউড়া উপজেলা প্রথমবারের মতো ডিসি গোল্ডকাপ জয়লাভ করেছিলো। এর আগে ও পরে কখনো ডিসি কাপ জিততে পারিনি কুলাউড়া। ডিসি গোল্ডকাপ বিজয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবারের এডমিন প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী ১২ অক্টোবর এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। যে ম্যাচে ডিসি গোল্ডকাপ জয়ী দলের সাথে খেলবে তাদের সমসাময়িকদের নিয়ে বাছাইকৃত আরেকটি দল।

Post a Comment

Previous Post Next Post