স্টাফ রিপোর্টরঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী (নৌকা) ভানু লাল রায় ৫৮ হাজার ২শত ৮৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্ধি শ্রীমঙ্গল উপজেলা শ্রমিকলীগ ও চা শ্রমিক নেতা প্রেম সাগর হাজরা (আনারস) নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৩শ ৪৮ ভোট। এছাড়াও অপর দুই প্রার্থী উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ আফজাল হক ঘোড়া প্রর্তিক নিয়ে ১২,৩৮৪ ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রর্তিকের প্রার্থী মিজানুর রব ৭৯০ ভোট পেয়েছেন।
উল্লেখ্য গত ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব মারা গেলে এই আসনটি শূণ্য হলে নির্বাচন কমিশন এ আসনে এ উপ-নির্বাচন দেয়।
উপজেলা উপ নির্বাচনে ২ লক্ষ ৩৩ হাজার ৯শ ১৬ জন ভোটার। ১টি পৌরসভা ৯টি ইউনিয়নে মিলে মোট ৮০টি কেন্দ্রে ভোট গ্রহন ৭ অক্টোবর অনুষ্ঠিত হয় ।