জুড়ী আধুনিক থানা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শনিবার



নিউজ ডেস্কঃ জুড়ীতে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। ৯ অক্টোবর, শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন, পরিবেশ ও জলবায়ুমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

জানা গেছে, ‘পুলিশ বিভাগের ১০১টি থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৬ সালের ২৯ নভেম্বর জুড়ী থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। সরকারের গণপূর্ত অধিদপ্তর ৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। জুড়ীতে অত্যন্ত দৃষ্ঠিনন্দন থানা কমপ্লেক্স ভবন নির্মিত হওয়ায় জুড়ীবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী থানা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। পরে থানা ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত এক সুধী সমাবেশেও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

Post a Comment

Previous Post Next Post