আইপিএল নিয়ে জমজমাট জুয়া, মধ্যরাতে অভিযান



নিউজ ডেস্কঃ চলছে বিশ্ব মাতানো ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। এবার আইপিএল হচ্ছে দুই পর্বে। ভারতের মাটিতে অর্ধেক হওয়ার পর করোনার কারণে স্থগিত হয়ে যায়।

এরপর গত ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু দ্বিতীয় পর্ব। এরই মধ্যে প্রথম রাউন্ডের খেলা প্রায় শেষ হওয়ার পথে।

এদিকে, বিদেশের মাটিতে আইপিএল চললেও খেলাটি ঘিরে সিলেটের বিভিন্ন স্থানে প্রতিদিনই বসে জমজমাট জুয়ার আসর। দক্ষিণ সুরমার এমন একটি আসর থেকে মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানাপুলিশ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বুধবার (৬ অক্টোবর) কে জানান, আইপিএল খেলাকে কেন্দ্র করে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার বনলতা গলির আব্দুল জলিলের চা স্টলের সামনে বেশ কয়েকজন জুয়াড়ি জুয়া খেলায় মেতে ওঠেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- পঙ্কজ রায় (৩২), জুয়েল আহমদ অপু (২৪), নাছিম আহমদ (১৯), আকাশ মিয়া (৩২), রিপন হোসেন (৩০), আলমগীর হোসেন (৩৪), আব্দুল করিম (৩০), মো. লেবু (২৫), শফিকুল (৩৪), সফিক মোল্লা (২৯), মো. লোকমান মিয়া (৩২), কামাল হোসেন (৩৫) ও খায়রুল ইসলাম (২৩)।

গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয় বলে জানান ওসি কামরুল হাসান তালুকদার।

Post a Comment

Previous Post Next Post