কুলাউড়া ইউসিসিএ লিমিটেডের মাসিক সভা অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্হাপনা কমিটির (বিআরডিবির) মাসিক সভা ২০ সেপ্টেম্বর সোমবার পল্লী ভবনের ইউ সিসি এ লিঃ এর চেয়ারম্যানের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহার পরিচালনায় উপস্থিত ছিলেন ব্যবস্হাপনা কমিটির পরিচালক ছোওয়াব আলী, হারুন উর রশীদ, সৈয়দ সিদ্দিকুর রহমান।মহিলা পরিচালক মিনারা বেগম। হিসাব রক্ষক মিন্টু দাশ।

সভায় পরিচালানা কমিটির পরিচালক ইন্তাজ আলীসহ উপজেলার যে সকল সমিতির সদস্যরা মারা গেছেন তাদের জন্য শোক প্রস্তাব গৃহিত হয় ও দাঁডিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।।

সভায় পরিচালক মমতা বেগমের মৃত্যুতে উনার শূন্য হয়ে য়ায় পরিচালক পদে মোছাঃ স্বপ্না বেগমকে কো-অপ্ট করা হয় এবং পরিচালক ইন্তাজ আলী মারা যাওয়ায় উনার পদ শূন্য ঘোষণা করা হয়।

Post a Comment

Previous Post Next Post