নিখোঁজের ৩ দিন পর সিএনজি চালকের লাশ উদ্ধার



স্টাফ রিপোর্টারঃ নিখোঁজের ৩ দিন পর সিএনজি চালক হোসেন মিয়া (২২) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ২৭ আগস্ট বিকেল ৫ টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের বাউরঘড়িয়া এলাকার সুলতান দিঘী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

হোসেন মিয়া ব্রাম্মণবাড়িয়া জেলার সরাইল এলাকার গাঘরাজুর গ্রামের লায়েছ মিয়ার ছেলে। সে বর্তমানে মৌলভীবাজার পৌর এলাকার বড়হাটে বসবাস করে আসছিল।

পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার দুপুরে স্থানীয় এলাকাবাসী দিঘীতে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো: ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানাযায়, গত ২৪ আগস্ট হোসেন মিয়া (২২) মৌলভীবাজার থ ১২- ৯১৫৭ তানিম পরিবহন নিয়ে তার ভাড়াটিয়া বাসা হতে সন্ধ্যার দিকে সিএনজি অটোরিকশা এর মালিক সুমন আহম খিদুর (পশ্চিম মোস্তপুর পুর) এর গ্যারেজ এ গাড়ি রাখার উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত ৯ টার দিকে তার মালিক সুমন সিএনজি অটোরিকশা ড্রাইভারকে ফোন দিলে সে জানান যে কুসুমবাগ পয়েন্ট আছে। তারপর থেকে আর যোগাযোগ হয়নাই। ২৭ আগষ্ট শুক্রবার সকাল ৭টা পর্যন্ত মোবাইল এ রিং হয় কিন্তু রিসিভ করে নাই। এরপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়।

Post a Comment

Previous Post Next Post