কমলগঞ্জে গোখরার ডিম ফুটে বেরুলো ১৫ বাচ্চা



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারে প্রথমবারের মতো ডিম ফুটে বের হলো ১৫টি খৈয়া গোখরা সাপের বাচ্চা। দীর্ঘ ৪৫ দিন পর ১৫টি ডিম থেকে বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘এই প্রথমবারের মতো সিলেট বিভাগে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বক্সের মধ্যে কৃত্রিমভাবে ১৫টি গোখরার বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে।

এর আগে গত ১৪ জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর থেকে ১৫টি ডিমসহ একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করে বন-বিভাগ।

পরে গোখরা সাপটিকে ছেড়ে দেওয়া হয় এবং উদ্ধারকৃত ডিমগুলো কৃত্রিম প্রজননের জন্য শ্রীমঙ্গল রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ৪৫ দিন অবশেষে ডিমগুলো ফুটে খৈয়া গোখরার বাচ্চা বের হয়েছে।’

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এ অঞ্চলে এই প্রথম কৃত্রিমভাবে ১৫টি গোখরার বাচ্চা ফোটানো সক্ষম হয়েছে। এ কারণে আমরা অনেক খুশি। এটি অন্যতম একটি সাপ। বাচ্চাগুলো অবমুক্তের উপযোগী হলে অবমুক্ত করা হবে।’

Post a Comment

Previous Post Next Post