কুলাউড়ায় করোনাক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু



নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের রাধানগর গ্রামের হাজী তজমুল আলী (৭৫) নামে এক বৃদ্ধ করোনাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

জানা যায়, তজমুল আলী সপ্তাহ খানেক অসুস্থ থাকার পর কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে গত ১৫ জুলাই থেকে সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মৃত্যুবরণ করেন। রাতে মরহুমের লাশ বাড়িতে নিয়ে আসার পর কুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিমের লিডার ইকবাল হোসেন সুমনের নেতৃত্বে টিমের সদস্যরা রাত ১১টায় দাফন কাজ সম্পন্ন করেন।

এ পর্যন্ত গত ২ সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ মহিলাসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

Post a Comment

Previous Post Next Post