নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের রাধানগর গ্রামের হাজী তজমুল আলী (৭৫) নামে এক বৃদ্ধ করোনাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
জানা যায়, তজমুল আলী সপ্তাহ খানেক অসুস্থ থাকার পর কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে গত ১৫ জুলাই থেকে সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মৃত্যুবরণ করেন। রাতে মরহুমের লাশ বাড়িতে নিয়ে আসার পর কুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিমের লিডার ইকবাল হোসেন সুমনের নেতৃত্বে টিমের সদস্যরা রাত ১১টায় দাফন কাজ সম্পন্ন করেন।
এ পর্যন্ত গত ২ সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ মহিলাসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে।