স্বপ্ন কি হারিয়ে যাবে সুদর্শন রবিদাসের...!



নিউজ ডেস্কঃ সুদর্শন রবিদাস। গানই যাঁর প্রাণ। 'সুদর্শন মাস্টার' নামেই যিনি অধিক পরিচিত। ষাটোর্ধ এই গুণী মানুষের বসবাস কুলাউড়া রাঙ্গীছড়া চা বাগানে। পায়ে হেঁটে হেঁটে বিভিন্ন স্কুল-কলেজে শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত শেখান তিনি। ইতোমধ্যে সাড়াও ফেলে দিয়েছেন দেশব্যাপী। তাঁকে নিয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে। অনেক টিভি চ্যানেল তাঁর কীর্তি নিয়ে বৃত্তান্ত বলেছে। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অনেক সনদপত্রও। আশ্বাস- প্রত্রিুতিও জুটেছে অনেক। কিন্তু আশ্বাসের বাণী যে চিরাচরিত নিয়মে 'নিভৃতেই কাঁদে'! 

প্রায়  ৮’শ এর কাছাকাছি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত শেখানো সুদর্শন রবিদাস ভালো নেই। বর্তমানে তিনি খুব অসুস্থ। ভোগছেন রক্তশূন্যতায়। পাশাপাশি অন্যান্য অসুখবিসুখ তো আছেই। ইতোমধ্যে নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠনের মাধ্যমে তাঁকে ইনজেকশন ও দুই ব্যাগ রক্ত দেয়া হয়েছে। চিকিৎসক ব্যবস্থাপত্রে অনেক পরীক্ষানিরীক্ষা দিয়েছেন। কিন্তু সামথ্যের কাছে তো তিনি অসহায়। 

খুবই বিনয়ের সাথে আক্ষেপ করে সুদর্শন রবিদাস বলেন, 'আমার অনেক বড় আশা ছিলো। আমার এই সঙ্গীত বিদ্যাটা ছড়িয়ে দিবো সাড়া দেশের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে। কিন্তু পারবো কি না জানিনা। আমার স্ত্রী গত হয়েছেন অনেকদিন হয়। আমার ছেলেরা আমায় দেখাশোনা করছে। আমি আশাবাদী মানুষ কিন্তু অসুস্থ হয়ে ভীষণ হতাশার মধ্যে পড়ে গেছি।'

একজন স্বপ্নবাজ গানপাগল মানুষ যাঁর স্বপ্নে মিশে আছে অদম্য ইচ্ছাশক্তি আর অকৃত্রিম ভালোবাসা, তাঁর এমন স্বপ্ন হারিয়ে যাবে এটাতো কারো কাম্য হতে পারে না।


Post a Comment

Previous Post Next Post